ঢাকা, ১৮ এপ্রিল ২০১৯ (বৃহস্পতিবার): মিশন এলাকায় সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, ১৭ এপ্রিল ২০১৯ তারিখ বুধবার কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শামিত্মরক্ষা মিশন মনুস্কো (MONUSCO) এর ফোর্স কমান্ডার লেঃ জেনারেল ইলিয়া রর্ডিগেজ মার্টিনস্ ফিলহো (Lt General Elia Rodrigues Martins Filho) ও ডেপুটি এসআরএসজি ডেভিড গ্রেসলি (David Gressly) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা উভয়ই কঙ্গোতে শামিত্মরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমুহের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশী সেনাসদস্যেদের পেশাদারিত্ব, আমত্মরিকতা ও জাতিসংঘ শামিত্মরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যমত্ম উঁচু মনোভাব প্রকাশ করেন।
সেনাবাহিনী প্রধান কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন করেন এবং দরবারে সেনাসদস্যেদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পৃথকভাবে কন্টিজেন্টসমুহের অফিসারদের উদ্দেশ্যেও বক্তব্য প্রদান করেন।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান ১৮ এপ্রিল ২০১৯ তারিখ বৃহস্পতিবার কঙ্গোর ইতুরি প্রদেশের গভর্নর মিঃ প্যাসিফিক কেটা উপার (Mr Pacifique Keta Upar) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।