২১৭
ঢাকা, ১৪ অক্টোবর ২০১৯ (সোমবার)ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি ০৩ দিনের সরকারি সফরে আগামী ১৫ অক্টোবর ২০১৯ তারিখ (মঙ্গলবার) সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে তিনি কাতারের দোহায় অনুষ্ঠিতব্য XXIV Association of National Olympic Committees (ANOC) General Assembly তে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, ২০৬ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (NOC) আন্তর্জাতিক অলিম্পিক পরিষদের (IOC) স্বীকৃতি সাপেক্ষে ANOC এর সদস্য রূপে অন্তর্ভূক্ত রয়েছে এবং ০৮ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি সহযোগী সদস্য হিসেবেও কাজ করছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২০ অক্টোবর ২০১৯ তারিখ (রবিবার) ভোরে দেশে প্রত্যাবর্তন করবেন।