Home » BANGLADESH NAVY STARTS POST DISASTER RELIEF AND MEDICAL ASSISTANCE IN AFFECTED AREA

BANGLADESH NAVY STARTS POST DISASTER RELIEF AND MEDICAL ASSISTANCE IN AFFECTED AREA

Author: আইএসপিআর

ঢাকা, ০৪ মে ২০১৯ ঃ ঘূর্ণিঝড় ‘ফণী’ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দূর্গত এলাকাসমূহে জরুরী উদ্ধারকার্য, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (০৪-০৫-২০১৯) সকালে খুলনার তিতুমীর নেভাল জেটি থেকে জরুরী ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে নৌবাহিনী জাহাজ মেঘনা বরিশালের মেহেন্দীগঞ্জ ও বানৌজা তিস্তা বরিশালের হিজলার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া নৌবাহিনী জাহাজ এলসিটি-১০৪ মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে সাতক্ষীরার নীলডুমুরের উদ্দেশ্যে গমন করে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও মোংলা এলাকার নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং অন্যান্য জাহাজসমূহও দ্রুততম সময়ে দূর্গত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
দুর্গত এলাকাগুলোতে নৌবাহিনী জাহাজসমূহ জরুরী ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ঔষধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে। জাহাজসমূহে ত্রাণ সহায়তা হিসেবে দুই হাজার পরিবারের জন্য তিন দিনের শুকনা খাবার মজুদ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ১ কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহ করা হচ্ছে। সকল স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দূর্গত এলাকায় নৌবাহিনীর এই ত্রাণ সহায়তা ও উদ্ধারকার্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট