ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২০ ঃ ‘বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট-২০২০’ এ সেনাবাহিনীকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (২০-০২-২০২০) ঢাকাস্থ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬ – ৩ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জয় করে নৌবাহিনী। সমাপনী দিনে টুর্নামেন্ট বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নৌবাহিনী দলের এম মঈনুল ইসলাম কৌশিক এবং সর্বোচ্চ ০৫টি গোল করে একই দলের মাহবুবুর রহমান টুর্নামেন্টের সেরা গোলদাতা হিসেবে বিবেচিত হন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জনকারী বাংলাদেশ নৌবাহিনী ও ৪ পয়েন্ট অর্জনকারী সেনাবাহিনীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় হকি ফেডারেশনের পদস্থ কর্মকর্তাগণ ও উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় উপস্থিত ছিলেন।