ঢাকা, ১৬ মে ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি শুক্রবার (১৭-৫-২০১৯) ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউন এর আমন্ত্রণে পাঁচ দিনের সফরে হাওয়াই গমন করবেন। তিনি হাওয়াই এর হুনুলুলুতে অনুষ্ঠিতব্য Land Forces of the Pacific Sympasium and Exposition (LANPAC 2019) এ অংশগ্রহণ করবেন।
উক্ত সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় হলো A Free and Open Indo-Pacific: Innovative and Agile Land Forces”; যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশসমুহের সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এছাড়াও, সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিস্কাশনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি অন্যতম প্রধান বক্তা হিসেবে Land Forces Increased Interoperability with Allies and Partners” বিষয়বস্তুর উপর তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।
উল্লেখ্য ২০০৫-০৬ সালে সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন UNMISএর ফোর্স কমান্ডারের মিলিটারি এ্যাসিসট্যান্ট হিসেবে দায়িত্ব পালন কালে ৫০ টির ও বেশি দেশের প্রতিনিধিগণের সাথে সম্মিলিতভাবে কাজ করার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সকলের মাঝে তুলে ধরতে তাঁকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারী দেশসমূহের শীর্ষস্থানীয় সামরিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং ২২ মে ২০১৯ তারিখ ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।