ঢাকা, ২৪ জুন ২০১৯ ঃ বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৯’ বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী আজ সোমবার (২৪-০৬-২০১৯) একটি গাছের চারা রোপণ করেন। বনানীস্থ নৌ সদর প্রাঙ্গণে তিনি চারা রোপনের মাধ্যমে নৌবাহিনীর এ কর্মসুচীর উদ্বোধন করেন । পরে উক্ত কর্মসুচীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত কর্মসুচী বাস্তবায়নের আওতায় নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে বিভিন্ন ধরণের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমুহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের নৌসদস্যদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া, তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
এ বৃক্ষরোপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌ সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসারগণ, ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার এবং উল্লেখযোগ্য সংখ্যক সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ উপস্থিত ছিলেন।