ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২০ঃ সরকারী সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী শনিবার (২২-০২-২০২০) রাতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌপ্রধান জার্মানিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দুটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট (এমপিএ) এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। সেইসাথে এমপিএ দুটির নির্মাতা প্রতিষ্ঠান রুয়াগ এ্যারোস্পেস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি উক্ত নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিলিক্স আম্মান ((Mr Felix Amman) ) সহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিদের সাথে মত বিনিময় করবেন। উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। উল্লেখ্য, সফর শেষে নৌপ্রধান আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে দেশে ফিরবেন।