Home » NEWLY ADDITION IN BANGLADESH ARMY ORELIKON RADAR CONTROLLED GUN TEST FIRING HELD AT COXBAZAR

NEWLY ADDITION IN BANGLADESH ARMY ORELIKON RADAR CONTROLLED GUN TEST FIRING HELD AT COXBAZAR

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ অক্টোবর ঃ আজ (১৩-১০-২০১৯) বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল্ড গানের টেস্ট ফায়ারিং এ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি উপস্থিত থেকে উক্ত ফায়ারিং প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান নব সংযোজিত অস্ত্রের নিপুণতা এবং কার্যকারিতা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন। আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল্ড গান বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেল।

 

সম্পর্কিত পোস্ট