Home » SOMUDDRO OVIJAN LEFT FROM BISHAKHAPOTTOM

SOMUDDRO OVIJAN LEFT FROM BISHAKHAPOTTOM

Author: আইএসপিআর

ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০১৯: ভারতের বিশাখাপওম-এ ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্র অভিযান আজ মঙ্গলবার (১৭-৯-২০১৯) বিশাখাপওম নৌ জেটি ত্যাগ করেছে। এ সময় ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এর সু-সঞ্জিত বাদক দল বাদ্য পরিবেশনার মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।

গত ১৫ সেপ্টেম্বর বিশাখাপওম নেভাল জেটিতে প্রশিক্ষন সফরকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ভারতীয় নৌবাহিনীর সম্মানে অনবোর্ড অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর রিয়ার এডমিরাল Puneet Chandha প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মুহাম্মদ জিয়াউর রহমান বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল, ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও জাহাজে অবস্থানরত কর্মকর্তা ও নাবিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর প্রশিক্ষনের অংশ হিসেবে মিডশীপম্যান ও জুনিয়র অফিসারগণ বিশাখাপওম নৌ জেটিতে ভারতীয় নৌবাহিনী জাহাজ Komorta এবং মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে (MWC) Ship Handling Simulator পরিদর্শন করেন। এছাড়া তারা একই জেটিতে Deep Submergence Rescue Vessel (DSRV) পরিদর্শন করেন। একইদিন ভারতীয় নৌবাহিনীর ২০জন জুনিয়র অফিসার বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন।

বানৌজা সমুদ্র অভিযান এর অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম ভারতের পুর্বাঞ্চলীয় নেভাল কমান্ডের Flag Officer Commanding in Chief ভাইস এডমিরাল Atul Jain এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। একই দিন ভারতের পুর্বাঞ্চলীয় নৌ কমান্ডের পক্ষ থেকে বানৌজা সমুদ্র অভিযান এর প্রশিক্ষন সফর উপলক্ষ্যে ভারতীয় নৌবাহিনী জাহাজ KOMORTA -এ এক অভ্যর্থনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে Eastern Naval Command এর Commodore (operations) Rahul Shankar ও ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল Abul Kalam Mohammad Ziaur Rahman সস্ত্রীক এ সময় উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বানৌজা সমুদ্রে অভিযান এর অধিনায়ককে ভারতের পুর্বাঞ্চলীয় নৌ কমান্ড এর কমডোর (অপারেশন্স) কমডোর রাহুল শংকর ক্রেস্ট প্রদান করেন।

জাহাজটি আগামী ১৯ সেপ্টেম্বর ২০১৯ চট্টগ্রামস্থ নৌ জেটিতে পৌঁছাবে বলে আশা করা যায়। উল্লেখ্য জাহাজটি গত ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শ্রীলংকার কলম্বো বন্দর হতে বিশাখাপওমে পৌঁছায়।

সম্পর্কিত পোস্ট