Home » THE 8th REUNION OF THE EX-CADETS OF SYLHET CADET COLLEGE HELD

THE 8th REUNION OF THE EX-CADETS OF SYLHET CADET COLLEGE HELD

Author: আইএসপিআর

ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৯ঃ- সিলেট ক্যাডেট কলেজের তিন দিন ব্যাপি ৮ম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ শুক্রবার (২০-১২-২০১৯) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধাভরে স¥রণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান ত্রিশ লক্ষ শহীদদের যাদের অসামান্য অবদানে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, “জীবনে উচ্চ লক্ষ্য নির্ধারণ কর এবং তা অর্জনে কঠোর পরিশ্রম কর। তোমাদের মতো মেধাবী নেতৃত্বের জন্য জাতি অপেক্ষা করে আছে। সর্বোপরি তোমাদের প্রতি আমার উপদেশ হলো প্রথমে তোমরা ভালো মানুষ হও। ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা কর, নৈতিকতা ধরে রাখো এবং নিজেদের মাঝে দেশপ্রেমের স্পৃহা বজায় রাখো।’’ পরে প্রধান অতিথি ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স¥ৃতি রক্ষার্থে কলেজের শহীদ মিনার এলাকায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিন ব্যাপী সিলেট ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ১৯ ডিসেম্বর ২০১৯ শুরু হয়। প্রতি চার বছর পর পর পুনর্মিলনীর আয়োজন করা হয়ে থাকে । এতে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন এক অনাবিল আনন্দের সাথে দৃঢ়তর হয় এবং পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সংবেদনশীলতার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই পুনর্মিলনীতে। আগামী ২১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে।

সম্পর্কিত পোস্ট