Home » TWO SRILANKAN NAVY SHIP LEFT CHOTTOGRAM AFTER GOODWILL VISIT

TWO SRILANKAN NAVY SHIP LEFT CHOTTOGRAM AFTER GOODWILL VISIT

Author: আইএসপিআর

চট্টগ্রাম, ২৯ আগস্ট ২০১৯ঃ চারদিনের শুভেচ্ছা সফর শেষে শ্রীলংকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সায়ুরা’ (SAYURA) ও ‘নন্দিমিত্র’ (NANDIMITHRA) আজ বৃহস্পতিবার (২৯-০৮-২০১৯) সকালে চিটাগাং ড্রাই ডক জেটি ত্যাগ করেছে। যুদ্ধজাহাজ দু’টি চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দু’টিকে বিদায় জানান।

বাংলাদেশ সফরকালে জাহাজ দুটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করেন। তাছাড়া, বাংলাদেশ ও শ্রীলংকা নৌবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটদের অংশগ্রহণে একটি প্রীতি বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চারদিনের শুভেচ্ছা সফরে জাহাজ দু’টি গত ২৬ আগস্ট ২০১৯ তারিখে বাংলাদেশে আগমণ করে।

সম্পর্কিত পোস্ট