ঢাকা, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি’কে আজ সোমবার (০৪-২-২০১৯) সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি (Fayiadh Bin Ha’med Al-Rowaily) সেনাবাহিনী প্রধানকে উক্ত মেডেল পরিয়ে দেন।
এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনী প্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনী প্রধানকে এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের ০৭ দিনের এই সরকারী সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।