Home » BANGLADESH NAVY SEIZED 3 LAC 51 THOUSAND METRE CURRENT FISHING NET & 60KG HILSHA FISH FROM DIFFERENT RIVER OF PATUAKHALI AND B0RISHAL

BANGLADESH NAVY SEIZED 3 LAC 51 THOUSAND METRE CURRENT FISHING NET & 60KG HILSHA FISH FROM DIFFERENT RIVER OF PATUAKHALI AND B0RISHAL

Author: আইএসপিআর

ঢাকা, ১৫ অক্টোবর ২০১৯ ঃ- ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ এর অংশ হিসেবে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন নদ-নদী হতে ৩ লাখ ৫১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জাহাজ তিস্তা গত ১৩ ও ১৪ অক্টোবর ২০১৯ বরিশাল জেলার লাহারহাট, পাতারহাট, শ্রীপুর, ভেদুরিয়া, উলানীয়া, বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, ভাষানচর এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করেছে। এছাড়া, নৌবাহিনী জাহাজ এলসিভিপি-০১১ পটুয়াখালী জেলার রাঙ্গাবালি, ধানখালী, পানপট্টি, পাটুয়া, গলাচিপা এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ০১ হাজার মিটার জগৎঘেরা জাল জব্দ করে। জব্দকৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন এবং আটককৃত জেলেদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ¡ংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার গত ০৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত সারাদেশে সব ধরণের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে। বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অভিযান পরিচালনা করছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহের এ বিশেষ অভিযান আগামী ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত চলবে। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট