ঢাকা, ০৮ মার্চ ২০১৯ঃ রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার (০৭-০৩-২০১৯) মধ্যরাতে ডুবে যাওয়া নৌকাটির নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি ডুবে যাওয়া নৌকাটিকে অত্যাধুনিক সাইড স্ক্যান সোনার এর মাধ্যমে নৌকাটির অবস্থান সনাক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী দল। এ কাজে দুইজন কর্মকর্তাসহ নৌবাহিনীর ৯ সদস্যের একটি ডুবুরী দল উদ্ধার তৎপরতার কাজ পরিচালনা করছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ডুবে যাওয়া নৌকাটির সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে নৌবাহিনীর ডুবুরী দল ঘটনাস্থলে পৌছায় এবং উদ্ধার কাজ শুরু করে। এ দূর্ঘটনায় এখন পর্যন্ত ১জন আহত অবস্থায় এবং ১জন মহিলার লাশ উদ্ধার করে। উল্লেখ্য, রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী
২১৮