২৫১
ঢাকা, ০৩ নভেম্বর ২০১৯ (রবিবার)ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি ০৪ দিনের সরকারি সফরে আগামী ০৪ নভেম্বর ২০১৯ তারিখ (সোমবার) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স এর কমান্ডারসহ উধর্¡তন সামরিক কর্মকর্তাবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। এছাড়াও তিনি চীন অলিম্পিক কমিটির নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি চীনের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০৯ নভেম্বর ২০১৯ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।