Home » Chief of Naval Staff Come Back Home After Visit Chine.

Chief of Naval Staff Come Back Home After Visit Chine.

Author: আইএসপিআর

ঢাকা, ২৯ এপ্রিল ২০১৯ ঃ চীনা নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগদান শেষে আজ সোমবার (২৯-০৪-২০১৯) দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর এম মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

গণচীনে অবস্থানকালে নৌবাহিনী প্রধান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, তিনি দেশটির নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত International Fleet Review (IFR) এ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মায়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,প্যালেস্টাইন এর নৌবাহিনী প্রধানগণ অংশগ্রহণ করেন। এছাড়া, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উর্ধ্বতন নৌপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান চীনের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও গণচীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিন একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করেন। উল্লেখ্য, গণচীন সফরের উদ্দেশ্যে নৌপ্রধান গত ২১ এপ্রিল ২০১৯ ঢাকা ত্যাগ করেন।

 

সম্পর্কিত পোস্ট