Home » Distribution of Money from RCEL Fund to Ex-British Soldiers

Distribution of Money from RCEL Fund to Ex-British Soldiers

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ অক্টোবর ২০১৯: দ্বিতীয় বিশ^যুদ্ধে বৃটিশ সেনাবাহিনীর পক্ষে অংশগ্রহণকারী বৃটিশ সেনা বাহিনীর বাংলাদেশি সৈনিক ও মৃত সৈনিকদের পরিবারবর্গের মধ্যে ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিস লীগ (আরসিইএল) হতে প্রাপ্ত অর্থ আজ রবিবার (২৭-১০-২০১৯) ঢাকাস্থ সশস্ত্র বাহিনী বোর্ড এর সম্মেলন কক্ষে বিতরণ করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের তত্ত্বাবধানে ঢাকা সশস্ত্র বাহিনী বোর্ডের উদ্যোগে এ অর্থ বিতরণ করেন সশস্ত্র বাহিনী বোর্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম। বিএএসবি এর উপ-পরিচালক কর্নেল মো: হুসাইন রেজা এবং ঢাকা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর মশিউল আলম মাশুক এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ, এ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা অঞ্চলের ২৩ জন সৈনিক অথবা তাদের পরিবারবর্গের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়। বাংলাদেশে বর্তমানে ৪০১ জন বৃটিশ বাংলাদেশি সৈনিক বা তাদের পরিবারবর্গ রয়েছেন। আরসিইএল ফান্ড হতে প্রাপ্ত অর্থ জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে প্রত্যেক বৃটিশ বাংলাদেশি সৈনিকের মধ্যে বিতরণ করা হয়ে থাকে।

 

সম্পর্কিত পোস্ট