Home » FOREIGN MILITARY ADVISER IN DHAKA VISITS ROHINGYA CAMP IN COX’S BAZAR

FOREIGN MILITARY ADVISER IN DHAKA VISITS ROHINGYA CAMP IN COX’S BAZAR

Author: আইএসপিআর

ঢাকা, ০২ অক্টোবর ঃ সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত ও দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টাগণ কক্সবাজারস্থ রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করছেন।

০২ অক্টোবর হতে ০৩ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত দুই দিন ব্যাপি এই সফরে তারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সাথে জড়িত বাংলাদেশী কর্তাব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন।

বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যারার বিষয়ে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট