ঢাকা, ২৩ সেপ্টে¤¦র ২০১৯ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল করম্বির সিং, পিভিএসএম, এভিএসএম, এডিসি (Admiral Karambir Singh, PVSM, AVSM, ADC) আজ সোমবার (২৩-০৯-২০১৯) খুলনা নৌ অঞ্চল সফর করেন। সফরের অংশ হিসেবে তিনি কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল এম মুসা, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি ভারতীয় নৌপ্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এডমিরাল করম্বির সিং-কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় ভারতীয় নৌপ্রধানকে খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়।
পরে ভারতীয় নৌপ্রধান খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করেন এবং বিভিন্ন ওয়ার্কশপ ঘুরে দেখেন। এ সময় তিনি জাহাজ নির্মাণে বাংলাদেশের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। শিপইয়ার্ড পরিদর্শন শেষে তিনি মোংলাস্থ সুন্দরবনের করমজল পরিদর্শন করেন এবং সেখানকার বন্যপ্রাণী সংরক্ষণাগার ঘুরে দেখেন। এসময় কমান্ডার খুলনা নেভাল এরিয়া, কমফ্লোট ওয়েস্ট, বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ডিফেন্স এ্যাটাচেসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।