ঢাকা, ১৩ ডিসেম্বর ২০১৯ (শুক্রবার)ঃ ভারত সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গতকাল বৃহস্পতিবার (১২-১২-২০১৯) রাতে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
সফরকালে নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে দুদেশের মধ্যকার যৌথ প্রশিক্ষণ মহড়া ও শুভেচ্ছা সফর আয়োজন, সমুদ্র জরিপ কাজে পারস্পরিক সহযোগিতাসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোশিয়াম (আইওএনএস), আন্তর্জাতিক সমুদ্র মহড়া মিলান-২০২০ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা সচিব, সেনা ও বিমান বাহিনী প্রধান, সাউদার্ন ও ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সফরের অংশ হিসেবে নৌবাহিনী প্রধান ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, দেশটির নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রশিক্ষণ ঘাঁটি, ®খ¡সখ¡ধ¡ গার্ডেন রিচ শীপবিল্ডার এন্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ও কোচিন শীপইয়ার্ড পরিদর্শন করেন। নৌপ্রধানের এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশ্যে নৌপ্রধান গত ০৭ ডিসে¤¦র ২০১৯ তারিখে ঢাকা ত্যাগ করেন।
NAVAL CHIEF RETURNED FROM INDIA
৩৩৫
Before Post