ঢাকা, ১৩ জানুয়ারি ২০১৯: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ৪র্থ বারের মত সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহনের পর আজ রবিবার (১৩-১-২০১৯) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (General Aziz Ahmed), নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Admiral Nizamuddin Ahmed), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (Lt General Md Mahfuzur Rahman) এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান (খঃ এবহবৎধষ গফ গধযভুঁঁৎ জধযসধহ) মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন ।
মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আগমন করলে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালকবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমদে সিদ্দিক (অব:) এসময় উপ¯ি’ত ছিলেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের সাথে মত বিনিময়ের পর চা-চক্রে অংশগ্রহণ করেন। এসময় মাননীয় প্রধানম্ন্ত্রীর সাথে তাঁর সফরসঙ্গীসহ তিন বাহিনী প্রধানগণ উপ¯ি’ত ছিলেন ।
একই দিন সকালে মহান স্বাধীনতা যুদ্ধে আতেœাৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এসময সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন । পুষ্পস্তবক অর্পণের পর মাননীয় প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণও উপ¯ি’ত ছিলেন ।