২০০
ঢাকা, ০৪ জুলাই ২০১৯(বৃহস্পতিবার)ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি ০৫ দিনের সরকারি সফরে আগামী ০৬ জুলাই ২০১৯ তারিখ (শনিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার (MILAD), এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ASG-DOS) এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিস্কিপিং অপারেশনস (USG-DPO) এর সাথে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ জুলাই ২০১৯ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।