Home » MINISTRY OF DEFENCE OBSERVE NATIONAL MOURNING DAY

MINISTRY OF DEFENCE OBSERVE NATIONAL MOURNING DAY

Author: আইএসপিআর

ঢাকা ১৫ আগস্ট ২০১৯ ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট ২০১৯ তারিখ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আখতার হোসেন ভূইঁয়া।

আলোচনা সভায় এ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ০৯ (নয়) জন কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তাগণ একটি উন্নততর প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রুপরেখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা যথাযথভাবে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়ামাহফিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট