Home » MoU SIGNED BETWEEN DSCSC AND BRACK UNIVERSITY

MoU SIGNED BETWEEN DSCSC AND BRACK UNIVERSITY

by আইএসপিআর

ঢাকা, ১২ নভেম্বর ঃ মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ব্রাক বিশ্ববিদ্যালয়, ঢাকা এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষে ডিএসসিএসসি এর প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল এম এম কামরুল হাসান, এইচডিএমসি, এনডিসি, পিএসসি এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ Mr. S. N. Kairy   এর মধ্যে একটি সমঝোতা স্বারক (MoU) মঙ্গলবার (১২-১১-২০১৯) স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্বারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ, বিএসপি, এনডিইউ, পিএসসি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ এবং ব্রাক বিশ্ববিদ্যালয় এর পক্ষে উক্ত প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর,Professor Vincent Chang, PhD সহ আরো উচ্চপদস্থ কর্মকর্তাগণ

You may also like