Home » বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সামার ক্যাম্প-২০১৯ উদযাপন

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সামার ক্যাম্প-২০১৯ উদযাপন

by আইএসপিআর

ঢাকা, ০৩ এপ্রিল ২০১৯: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিআইএসসি), নির্ঝর এর সামার ক্যাম্প-২০১৯ আজ বুধবার (০৩-৪-২০১৯) ঢাকা সেনানিবাসস্থ বিআইএসসি, নির্ঝর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ মোজাম্মেল হক বেলুন উড়িয়ে সমার ক্যাম্প-২০১৯ এর শুভ উদ্বোধন করেন । ‘‘সামার সান, সামার ফান’’ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যপী বিভিন্ন আনন্দমুখর এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এর সহধর্মিনী মিসেস রোজলিনা তালুকদার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে, কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মোকসেদ আলীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like