Home » ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস শেড “Hall 46”

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস শেড “Hall 46”

Author: আইএসপিআর

ঢাকা, ১৩ জুন ২০২৪:- সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’ আজ বৃহস্পতিবার (১৩-০৬-২০২৪) ঢাকা সেনানিবাসস্থ ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর নতুন মাল্টিপারপাস শেড “Hall 46” এর উদ্বোধন করেন। জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানাদিসহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এ মাল্টিপারপাস শেড ব্যবহৃত হবে। সেনাবাহিনী প্রধান “Hall 46” উদ্বোধনী অনুষ্ঠানে এর সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment