Home » Chemical Incident preparedness for Hospitals

Chemical Incident preparedness for Hospitals

Author: আইএসপিআর

 

ঢাকা, ২২ জুলাই ২০১৯: বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর ক্যামিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি), ঢাকা সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত ‘‘রাসায়নিক দূর্ঘটনা কবলিতদের সহায়তায় হাসপাতাল সমূহের প্রস্তুতি’’ বিষয়ক তিনব্যাপী কর্মশালার উদ্বোধন আজ সোমবার (২২-৭-২০১৯) ঢাকা মেডিকেল কলেজ অডিটরিয়মে অনুষ্ঠিত হয় ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জনাব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন ও বিএনএডব্লিউসি এর সদস্য সচিব কমডোর বশির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫জন সদস্য অংশগ্রহণ করেন। এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী ২৪ জুলাই ২০১৯ তারিখে ঢাকা সিএমএইচ-এ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট